নিজস্ব প্রতিনিধিঃ হবিগঞ্জ পৌরসভার উপ-নির্বাচনে মেয়র পদে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মিজানুর রহমান মিজানের পক্ষে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মাঠে নেমেছেন।
বৃহস্পতিবার হবিগঞ্জ পৌর অটো রিক্সা মালিক শ্রমিক ঐক্য লীগের উদ্যোগে নৌকার সমর্থনে শহরে ব্যতিক্রমধর্মী শোডাউন করা হয়েছে।
মিজানুর রহমান মিজান বিভিন্ন এলাকায় গণ সংযোগ অব্যাহত রেখেছেন।
পৌর অটো রিক্সা মালিক শ্রমিক ঐক্য লীগের শো-ডাউন শেষে মোঃ লিলু মিয়ার সভাপতিত্বে ও মোঃ আকিজুর রহমান আলমগীরের পরিচালনায় সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা মিজানুর রহমান মিজানকে বিজয়ী করার প্রত্যয় ব্যক্ত করেন এবং প্রতিদিন বাসায় বাসায় গিয়ে প্রচারনা চালানোর ঘোষনা দেন।
এদিকে বৃহস্পতিবার মিজানুর রহমান মিজান হবিগঞ্জ শহরের অনন্তপুরসহ বিভিন্ন এলাকায় নেতাকর্মীদেধকে সাথে নিয়ে গণসংযোগ করেন। এ সময় ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে মিজানুর রহমান মিজানকে সমর্থন করলে তিনি আবেগে আপ্লুত হয়ে বলেন, আমি নির্বাচনে বিজয়ী হলে দিন রাত কাজ করে জনগনের এই ভালবাসার ঋণ পরিশোধ করব।
তিনি আরো বলেন, বিগত নির্বাচনে আমি জনগনের ভালবাসা পেয়েছিলাম। এর পর দিনরাত জনগনের সাথে থেকেই কাজ করেছি। বিভিন্ন শ্রেণী পেশার মানুষের প্রয়োজনে কাছে থাকার চেষ্টা করেছি।