জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

শায়েস্তাগঞ্জে সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহ রা. এর ২৭ তম ওরস উদযাপন

এশিয়া খ্যাত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদ্রাসায় অধ্যয়নরত হবিগঞ্জ জেলার ছাত্র সংগঠন জ্বলওয়ায়ে নূর সুন্নি পরিষদ, হবিগঞ্জের উদ্যোগ শায়েস্তাগঞ্জ আহলে সুন্নাত ওয়াল জামাতের কার্যালয়ে বিকাল ৩ ঘটিকা থেকে ওরস মাহফিল শুরু হয় ৬ঃ৩০ ঘটিকায় ওরস সম্পন্ন হয়। উক্ত মাহফিলে সভাপতিত্ব করেন গাউসিয়া কমিটি, হবিগঞ্জ জেলার সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সরওয়ারে আলম। এতে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহের প্রধান খতিব মাওলানা গোলাম মোস্তফা নবীনগরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ, শায়েস্তাগঞ্জ আহলে সুন্নাত ওয়াল জামাতের নেতৃবৃন্দ, অধ্যক্ষ, সুপার, মুদাররিস সহ আরো প্রমুখ এবং পরিষদের সকল সদস্য ও শুভাকাঙ্ক্ষীরা। ওরস মাহফিলের আখেরী মোনাজাতে বিশ্বের মুসলিম মিল্লাতের ও কাশ্মীরের নির্যাতিত মুসলমানদের জন্য এবং ডেংগু মহামারী থেকে পরিত্রাণের জন্য আল্লাহ পাকের দরবারে বিশেষ দোয়া কামনা করা হয়।