মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়ন পরিষদের উদ্দ্যোগে প্রত্যাতন্ত অঞ্চলের ২টি প্রাথমিক বিদ্যালয়ের গরীব ও মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে।
শনিবার দুপুরে উপজেলার বরুড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে এ স্কুল ব্যাগ বিতরণ অনুষ্ঠানে পরিচালনা কমিটির সভাপতি আবিদুর রহমান চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অথিতির বক্তব্য রাখেন চৌমুহনী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আপন মিয়া।
প্রধান শিক্ষক কামরুজামান কামাল এর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত শিক্ষক আঃ রাজ্জাক, উপজেলা জাতীয় পার্টির আহব্বায়ক আক্তার হোসেন মনির ,অভিভাব সদস্য কাজী আঃ হান্নান,ইউ/পি সদস্য সেলিনা আক্তার,জরিনা আক্তার,আঃ ওহাব,আপন মিয়া,ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মুসলে উদ্দিন ভূইয়া শিপন,সাংগঠনিক সম্পাদক দুলাল সিদ্দিকী,বাংলা টিভির মাধবপুর প্রতিনিধি হামিদুর রহমান,আওয়ালীগের সভাপতি আঃ আলী,সুলতান আহম্মদ,প্রধান শিক্ষিকা রেহেনা আক্তার,আঃ ছাত্তার প্রমুখ।
ধারাবাহিক ভাবে পর্যায়ক্রম উপজেলার চৌমুহনী ইউনিয়নের প্রত্যাতন্ত অঞ্চলের ২৪টি প্রাথমিক বিদ্যালয়ের গরীব অসহায় মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করা হবে। একই দিন বিষ্ণপুর সরকারী প্রাথমিক বিদ্যায়ের ছাত্র-ছাত্রীদের মাঝে এ স্কুল ব্যাগ বিতরণ করা হয়।