জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

মাধবপুরে আগুনে পুড়ে ছাই ৫ বসতঘর

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জের মাধবপুরে আগুনে পুড়ে ছাই হয়েছে ৫টি বসতঘর। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

শনিবার (১৯ অক্টোবর) দিবাগত রাত ৯টা থেকে পৌনে ১০টা পর্যন্ত উপজেলার বহরা ইউনিয়নের রাজাপুর গ্রামে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও এলাকাবাসীর প্রচেষ্টায় পৌনে ১ ঘন্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

স্থানীয় সূত্র জানায়, শনিবার রাতে ওই এলাকার মাতু মিয়ার ছেলে আদম খা এর রান্না ঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত ঘটে। একপর্যায়ে আদম খা, দুলাল মিয়া, আলী হোসেন ও রুবেল মিয়ার ঘরে ছড়িয়ে পড়ে আগুন।

খবর পেয়ে মাধবপুর ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষেণে ৫টি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়।

ঘরের বিভিন্ন আসবাবপত্র পুড়ে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করছেন প্রত্যক্ষদর্শীরা।

মাধবপুর ফায়ার স্টেশনের ইনচার্জ রকিবুল ইসলাম জানান, তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিরূপন করা সম্ভভ হয়নি। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রন না হলে আরো ঘর পুড়ে যেতে পাড়তো।