জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

খোয়াই নদীতে ভেসে এলো কফিন !

ভারতের ত্রিপুরা রাজ্য হয়ে হবিগঞ্জের খোয়াই নদীর উজান থেকে ভেসে এসেছে দুইটি খালি কফিন।

গত বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে খোয়াই নদীর শায়েস্তাগঞ্জ লৌহ ব্রিজের কাছে দুইটি কফিন দেখতে পান স্থানীয়রা।

বিষয়টি নিশ্চিত করেছেন শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হোসেন।

কফিন ভেসে আসার খবর এলাকায় ছড়িয়ে পড়লে ওই স্থানে উৎসুক জনতার ভিড় জমে। পরে শায়েস্তাগঞ্জ পুরানবাজার এলাকার হেলাল নামে এক যুবক সাহস করে এগিয়ে যান ওই কফিনের কাছে। সেখানে গিয়ে তিনি কফিন খালি দেখতে পান। এরপর তিনি খালি কফিন দুটি জ্বালানির জন্য সংগ্রহ করেন। পরে একই এলাকার বাসিন্দা মোহন মিয়া নামে আরেক যুবক তার কাছ থেকে ১০০ টাকাতে সেগুলো কিনে নেন। পরে পুলিশের ভয়ে মোহন মিয়া কফিন দুটি আবার নদীতে ফেলে দেন।

এসময়, স্থানীয় লোকজন খালি কফিন দেখে আতঙ্কিত হন। তারা বলতে থাকেন, এগুলো ভারত থেকে ভেসে আসা করোনা আক্রান্ত ব্যক্তির লাশের কফিন। কিন্তু পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করে ফেলে।

এ বিষয়ে স্থানীয়দের বরাত দিয়ে ওসি মোজাম্মেল হোসেন জানান, ঘটনা জানতে পেরে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে। কফিনের মতো দেখতে হলেও বাক্সগুলো কফিন নাও হতে পারে। মোহন মিয়ার থেকে সেগুলো জব্দ করে আবার নদীতে ফেলে দেওয়া হয়েছে।

বর্তমানে এলাকায় কোন আতঙ্ক নেই। এটা নিয়ে বিভান্তি ছড়ানোর কোনো সুযোগ নেই।