হবিগঞ্জের চুনারুঘাটে সরকারি চালসহ কাজল মিয়া নামের ১জনকে আটক করেছে চুনারুঘাট থানা পুলিশ। আটক কাজল মিয়া উপজেলার মিরাশী ইউনিয়নের রতনপুর গ্রামের সিরাজ মিয়ার পুত্র।
গতকাল শনিবার (৬ জুন ) দিবাগত রাত ১টায় উপজেলার নালমুখ বাজারের দোকান থেকে চালসহ কাজল মিয়াকে আটক করেন চুনারুঘাট থানার ওসি ( তদন্ত) চম্পক দাম।
ওসি তদন্ত চম্পক দাম বলেন, গোপন সংবাদে খবর পেয়ে তিনি কাজল মিয়ার দোকানে তল্লাশী পরিচালনা করেন। এতে ১৮ বস্তা সরকারি সিল মোহর বস্তাযুক্ত চালসহ তাকে আটক করা হয়।