মহান বিজয় দিবস উপলক্ষে নবীগঞ্জ ডাক বাংলা স্মৃতিসৌধে সোমবার সকাল ৭ টা ৩০ মিনিটের সময় নবীগঞ্জ উপজেলা প্রসাশন সহ রাজনৈতিক,সামাজিক, সাংস্কৃতিক, বিভিন্ন শ্রেনী পেশার মানুষ বীর শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
৫৪ তম মহান বিজয় দিবস এই দিনে বাঙালি জাতির হাজার বছরের শৌর্যবীর্য এবং বীরত্বের এক অবিস্মরণীয় দিন আজ। বাংলা মায়ের বীর সন্তানদের বীরত্ব গাঁথা গৌরবময় দিন।এই বিজয় দিবসের দিনকে সারাদেশের ন্যায় নবীগঞ্জ উপজেলাতেও নানা আয়োজনে উদযাপন করা হচ্ছে।
৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ শেষে ১৯৭১ সালের এই দিনে বাঙালি জাতি স্বাধীনতা সংগ্রামের চূড়ান্ত বিজয় অর্জন করেছিল । আজকের দিনটিতে বিজয়োল্লাসে ভাসছে দেশ, আনন্দে উদ্বেলিত হচ্ছে গোটা জাতি।