১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
রাত ৩:৫০

জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

পরিবহন শ্রমিকদের খাদ্য সামগ্রী দিলেন এমপি আবু জাহির

হবিগঞ্জে করোনা ভাইরাস পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া ৩শ’ ম্যাক্সি, ইমা ও মাইক্রোবাস চালককে সরকারি সহায়তা প্রদান করা হয়েছে।

শুক্রবার জেলা শহরের জুনিয়র হাইস্কুল এন্ড কলেজ মাঠে হবিগঞ্জ-৩ আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এই সহায়তা বিতরণ করেন।

এ সময় হবিগঞ্জ পৌরসভার মেয়র মোঃ মিজানুর রহমান, নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা, বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক শঙ্খ শুভ্র রায়সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সরকারি সহায়তা হিসেবে কর্মহীন হয়ে যাওয়া ছোট যানবাহন (ইমা, ম্যাক্সি ও মাইক্রোবাস) চালকদের হাতে চাল এবং আলু তুলে দেয়ার সময় করোনা সংক্রমন মোকাবিলায় সকলকে সতর্ক থাকার আহবান জানানো
হয়।

এছাড়াও যে যার জায়গা থেকে সকলকে সতর্ক থাকতে উদ্বুদ্ধকরণের জন্য অনুরোধ জানান নেতৃবৃন্দ।

সহায়তা বিতরণকালে এমপি আবু জাহির বলেন, করোনা ভাইরাস পরিস্থিতিতে দেশজুড়ে কর্মহীনদের সহায়তা অব্যাহত রেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর ধারাবাহিকতায় হবিগঞ্জেও এই কার্যক্রম চালিয়ে যাচ্ছি আমরা। ভাইরাসটির সংক্রমন রোধে সবাই সতর্ক
থাকুন এবং অন্যকে সতর্ক থাকতে উদ্বুদ্ধ করুন।