জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

বানিয়াচংয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের প্রস্তুতি সভা

হবিগঞ্জেরবানিয়াচংয়ে একুশে ফেব্রুয়ারি শহিদ দিবস ও আন্তর্জাতিক ভাষা দিবস ২০২০ পালনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকাল ৩টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহি অফিসার মোঃ মামুন খন্দকার।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়াম্যান আবুল কাশেম চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, সহকারি কমিশনার (ভূমি) মতিউর রহমান খাঁন, মাধ্যমিক শিক্ষা অফিসার কাওছার শোকরানা, উপজেলা শিক্ষা অফিসার সাইফুল আলম, জেলা ঈমাম সমিতির সভাপতি ক্বাজী মাওলানা আতাউর রহমান, আইডিয়াল কলেজের প্রিন্সিপাল স্বপন কুমার দাশ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস এম খোকন, ডাঃ জাহানারা আক্তার, খালেদ মারুফ,থানার এস আই জুলহাস উদ্দিন,ইউপি চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান,আহাদ মিয়া,শিক্ষক আব্দুল হাই, আব্দুল কাইয়ুম প্রমুখ।

সভায় যথাযথ মর্যাদায় একুশে ফেব্রুয়ারি শহিদ দিবস ও আন্তর্জাতিক দিবস ২০২০ উদযাপন উপলক্ষে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহন করা হয়।