জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

বানিয়াচংয়ের এসিল্যান্ড করোনায় মুক্তি লাভ

করোনাক্রান্ত বানিয়াচং উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খান মতিউর রহমান করোনা থেকে মুক্তি লাভ করেছেন। পর পর দু’বার পরীক্ষায় নেগেটিভ আসায় তাকে সুস্থ ঘোষনা করা হয়।

রবিবার রাত ১২টায় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া যায়। উল্লেখ্য, এতদিন করোনা আক্রান্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট খান মতিউর রহমান শহরস্থ তার নিজ বাসায় আইসোলেশনে ছিলেন।

খান মতিউর রহমান শাবিপ্রবির পলিটিক্যাল স্টাডিজ বিভাগের ২০০৫-২০০৬ শিক্ষাবর্ষের মেধাবী ছাত্র ছিলেন।
তিনি অত্যন্ত কর্মঠ, সৎ ও মানবিক এক অফিসার ছিলেন। তাঁর সুস্থতার খবর শুনে শাবিপ্রবিসহ বন্ধু-বান্ধব ও সহপাঠীরা সকলেই যার পর নাই খুশি।

জানা গেছে, খান মতিউর রহমান প্রায় প্রতিদিনই ভ্রাম্যমান আদালত পরিচালনা করতেন। চলমান সংকট চলাকালেও সকাল-সন্ধ্যা ছিল কর্তব্যরত এলাকায় তার পদচারণা। শুধু তাই নয়, করোনা পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া মানুষের বাড়ি বাড়ি সরকারি সহায়তা বিতরণ এবং বাজার মনিটরিংসহ নানা কার্যক্রমে প্রশংসিত হয়েছেন তিনি।