হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ মহাসড়ক এলাকা থেকে ৪ কেজি গাঁজা সহ হোসাইন আহমদ শাকিল (২৩) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ ।
বৃহস্পতিবার রাতে হবিগঞ্জ সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল হক মুন্সি দিক নির্দেশনায় শায়েস্তাগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) দিলীপ কান্ত নাথ গোপন সংবাদ পেয়ে তার নেতৃত্বে থানার এসআই জহিরুল ইসলাম সহ একদল পুলিশ নিয়ে রাতে বিশেষ অভিযান চলাকালে শায়েস্তাগঞ্জ থানাধীন ফরিদপুর নিকটস্থ ঢাকা – সিলেট মহাসড়কে দেউন্দি রাস্তার মুখে তল্লাশী চলাকালে পুলিশের সন্দেহ হলে এসময় হোসাইন আহমদ শাকিলকে আটক করে তাঁর হাতে থাকা স্কুল ব্যাগটি তল্লাশী করা অবস্থায় স্কুল ব্যাগের ভেতর হতে চার টি নীল রংয়ের পলিথিনের প্রতিটি প্যাকেটের মধ্য ১ কেজি করে ৪ কেজি গাঁজা উদ্ধার করে ।
আটককৃত মাদক ব্যবসায়ী হলেন – চুনারুঘাট উপজেলা পৌর সভার ৪ নং ওয়ার্ডের নয়ানী গ্রামের আব্দুল হান্নান এর ছেলে হোসাইন আহমদ শাকিল। তাঁর বিরুদ্ধে শায়েস্তাগঞ্জ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয় ।
এ-সব তথ্য নিশ্চিত করে থানার অফিসার ইনচার্জ (ওসি) দিলীপ কান্ত নাথ জানান , আটককৃত মাদক ব্যবসায়ী অনেক দিন ধরে করে যাচ্ছে কিন্তু চুনারুঘাট থানার সীমান্তবর্তী এলাকা থেকে বিভিন্ন বস্তি ফাঁড়ি রাস্তা বা চা বাগানের ভেতর দিয়ে এনে হবিগঞ্জ জেলার বিভিন্ন স্থানে বিক্রি করে আসছে ।