হবিগঞ্জ জেলা এইচএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ–৫ পেয়েছেন ৪৫৮ জন। এর মধ্যে এইচএসসি পরীক্ষায় জিপিএ–৫ পেয়েছেন ৪৪০ জন। মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন আলিম পরীক্ষায় জিপিএ–৫ পেয়েছেন ১৮ জন।
জেলায় এই পরীক্ষায় গড় পাসের হার ৯৪ দশমিক ৯১। এই পরীক্ষায় মোট অংশগ্রহণকারী পরীক্ষার্থী ছিলেন ১৩ হাজার ৪৩৪ জন। এর মধ্যে পাস করেছেন ১২ হাজার ৬৮৬ জন।
আজ রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আনুষ্ঠানিকভাবে ফলাফল হস্তান্তরের পর দুপুর সোয়া ১২টার দিকে গণভবন থেকে তিনি ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে এই ফলাফল ঘোষণা করেন।
সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পক্ষে বোর্ডগুলোর কাছ থেকে ফলাফল গ্রহণ করেন শিক্ষামন্ত্রী দীপু মনি। এরপর সারা দেশে একযোগে ফলাফল প্রকাশ করা হয়।
জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রহুল্লাহ সাক্ষরিত বিজ্ঞপ্তিতে দেখা যায় হবিগঞ্জ জেলায় ২০২১ সালের এইচএসসি পরিক্ষায় অংশ নেয়া মোট পরিক্ষার্থী ১২ হাজার ২১৩ জন। উত্তীর্ণ শিক্ষার্থী ১১ হাজার ৫২৯ জন। জিপিএ-৫ পেয়েছেন ৪৪০ জন। গড় পাসের হার ৯৪ দশমিক ৪০।
আলিম পরিক্ষায় অংশ নেয়া মোট শিক্ষার্থী ৯২৪ জন। উত্তীর্ণ শিক্ষার্থী ৮৭২ জন। জিপিএ-৫ পেয়েছেন ১৮ জন। গড় পাসের হার ৯৪ দশমিক ৩৭।
বিএম পরিক্ষায় অংশ নেয়া মোট শিক্ষার্থী ২৯৭ জন। উত্তীর্ণ শিক্ষার্থী ২৮৫ জন। গড় পাসের হার ৯৬ দশমিক ৯৬।
এর মধ্যে সদর উপজেলার মোট পরিক্ষার্থী ৩ হাজার ১৬৩ জন। উত্তীর্ণ পরিক্ষার্থী ২ হাজার ৯৯৬ জন। জিপিএ-৫ পেয়েছেন ২৫৭ জন।
নবীগঞ্জ উপজেলার মোট পরিক্ষার্থী ২ হাজার ৩২৭ জন। উত্তীর্ণ পরিক্ষার্থী ২ হাজার ২৭৬ জন। জিপিএ-৫ পেয়েছেন ৩১ জন।
বানিয়াচং উপজেলার মোট পরিক্ষার্থী ১ হাজার ৭৮৬ জন। উত্তীর্ণ পরিক্ষার্থী ১ হাজার ৬৯৯ জন। জিপিএ-৫ পেয়েছেন ৩৫ জন।
আজমিরীগঞ্জ উপজেলার মোট পরিক্ষার্থী ৫১৯ জন। উত্তীর্ণ পরিক্ষার্থী ৪৬৫ জন। জিপিএ-৫ পেয়েছেন ১ জন।
লাখাই উপজেলার মোট পরিক্ষার্থী ৪০৯ জন। উত্তীর্ণ পরিক্ষার্থী ৩৮১ জন। জিপিএ-৫ পেয়েছেন ৪ জন।
চুনারুঘাট উপজেলার মোট পরিক্ষার্থী ১ হাজার ২৪৬ জন। উত্তীর্ণ পরিক্ষার্থী ১ হাজার ১৩৭ জন। জিপিএ-৫ পেয়েছেন ৫৬ জন।
মাধবপুর উপজেলার মোট পরিক্ষার্থী ১ হাজার ৮৩৭ জন। উত্তীর্ণ পরিক্ষার্থী ১ হাজার ৭৭১ জন। জিপিএ-৫ পেয়েছেন ৪৯ জন।
বাহুবল উপজেলার মোট পরিক্ষার্থী ১ হাজার ১৬২ জন। উত্তীর্ণ পরিক্ষার্থী ১ হাজার ৬৬ জন। জিপিএ-৫ পেয়েছেন ১৪ জন।
শায়েস্তাগঞ্জ উপজেলার মোট পরিক্ষার্থী ৯৮৫ জন। উত্তীর্ণ পরিক্ষার্থী ৯০৫ জন। জিপিএ-৫ পেয়েছেন ১১ জন।