রাসুল সাঃ কে কটুক্তি করা নিয়ে হবিগঞ্জের চুনারুঘাট পৌর শহরে মিছিল ও সমাবেশ করেছে তৌহিদী জনতা৷
আজ বুধবার (৬ মে) বাদ যোহর চুনারুঘাট সদর জামে মসজিদ হতে মিছিল বের করে তৌহিদী জনতা৷ মিছিল টি চুনারুঘাট পৌর শহরের বিভিন্ন পয়েন্ট প্রদক্ষিণ করে মধ্য বাজারে এসে সমাবেশের মাধ্যমে জড়ো হয়।
জানা যায়, উপজেলার রানীগাঁও ইউনিয়নের পাছঁগাতিয়া গ্রামের ক্ষেত্রমোহন দেব নাথ এর ছেলে নারায়ণ দেবনাথ পিন্টু তার ফেইসবুক আইডিতে ইসলাম ধর্ম, নবী মুহাম্মদ (সাঃ) ও তার স্ত্রীদেরকে নিয়ে করা বিভিন্ন কুটুক্তির স্ক্রিনশট ছড়িয়ে পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এরই প্রেক্ষিতে ধর্ম অবমাননার অভিযোগ আসে।
সমাবেশে বক্তব্য রাখেন মাওলানা আজিজুর রহমান, মাওলানা আব্দুল কাইয়ূম, মাওলানা আবুল কালাম আজাদ, মাওলানা নিয়াজুর রহমান নিজাম, মাওলানা মোহাম্মদ কালাম মিয়া, মাওলানা আজিজুল হক চৌধুরী, মাওলানা শিহাব উদ্দিনসহ প্রমুখ।
বক্তারা বলেন নারায়ণ দেবনাথ পিন্টু তার ফেইসবুক আইডিতে মহানবী সাঃ ও তাঁর স্ত্রী কে নিয়ে কটাক্ষ করে লেখালেখি করেছে। যা ধর্ম অবমাননার শামিল৷ আমরা এর সঠিক বিচার চাই।
সমাবেশ থেকে নারায়ণ দেবনাথ পিন্টুকে তিনদিনের মধ্যে গ্রেফতার করার আল্টিমেটাম প্রদান করে তৌহিদী জনতা।
উল্লেখ্য, গত ৪ মে চুনারুঘাট উপজেলার রাণীগাঁও বাজারে তার শাস্তির দাবিতে মিছিল করেছিলো তৌহিদী জনতা।