হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা গ্রামে পূর্ব বিরোধের জের ধরে দুপক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে মহিলাসহ আহত হয়েছেন প্রায় অর্ধশত।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (২৫ সেপ্টেম্বর) উপজেলার শিবপাশা গ্রামের মহসিন মিয়া এবং মাহাতাবুরের মাঝে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে শনিবার দুপুরে পানির পাইব ভাঙ্গাকে কেন্দ্র করে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্রসহ নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এতে মহিলাসহ দুপক্ষের প্রায় অর্ধশত লোকজন আহত হয়। ঘটনার খবর পেয়ে আজমিরীগঞ্জ থানার একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আহতরা হলেন মহসিন (৬২) মাহাতাবুর( ৩৫) জুয়েল (৩৫) মুবাশ্বির (২৮)টিটু মিয়া (২৮) জনি মিয়া (২০) কিরন মিয়া (৩২) সামিউল (৪০) মুছা মিয়া (৩৫) রেজ্জাক (৪৫) শিমুল বেগম (৩০) ফাতেমা বেগম (৬০) অবাদুর (২৮) লতিবুর (১৮)আরও ৩০/৩৫ জন আহত হয়।
এদের মাঝে টেটাবৃদ্ধ তন্ময় হাসান ও মহসিনসহ বেশ কয়েকজনকে মুমূর্ষু অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
এব্যপারে উভয়পক্ষ মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে।