জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

চুনারুঘাটের সীমান্তে গাঁজাসহ আটক ২

চুনারুঘাটের চিমটিবিল সীমান্তে গাঁজাসহ দুজন কে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

এ সময় গাঁজার মালিক দুজন পালিয়ে যায়।

গতকাল ৮ মে শুক্রবার সন্ধা ৬ টায় সীমান্তের ৭৩ পিলার অদুরে সাড়ে তিন কেজি গাঁজা সহ তাদের কে আটক করা হয়।

চিমটিবিল ক্যাম্প কমান্ডার সুবেদার আবু তাহের জানান শুক্রবার ইফতারের পুর্বে হাবিলদার আনোয়ার এর নেতৃত্বে একদল জোয়ান টহলে বের হলে ৭৩ মেইন পিলারের কাছে ছয়শ্রী গ্রামের ফিরোজ আলীর পুত্র কাজল মিয়া (৪০) ও একই গ্রামের ইয়াকুব আলীর পুত্র জসিম উদ্দিন (২৬) কে ব্যাগ নিয়ে দৌড়াতে দেখে তাদের সন্দেহ হয়।তারাও পিছু নেন। এক পর্য্যায়ে ব্যাগ তল্লাসি করে সাড়ে তিন কেজি গাঁজাসহ তাদের আটক করেন।

এ সময় একই এলাকার মোল্লার পুত্র কাসেম ও তামসা মিয়ার পুত্র আঃ হক পালিয়ে যায়।

এ ব্যাপারে আটক ২ ও পলাতক ২জন কে আসামি করে মাদক আইনে চুনারুঘাট থানায় মামলা দায়ের করছে বিজিবি।