নিজস্ব প্রতিনিধিঃ হবিগঞ্জ জেলার ৯ টি উপজেলা থেকে এ বছর প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী (ইইসি) পরিক্ষায় অংশ নেবে ৩৯ হাজার ৯ শত ৯৪ জন কোমলমতি শিক্ষার্থী।
জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়- হবিগঞ্জ জেলা থেকে এ বছর প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশ নিচ্ছে ৩৯ হাজার ৯ শ’ ৯৪ জন পরীক্ষার্থী।
এর মধ্যে প্রাথমিক শিক্ষার পরীক্ষার্থী ৩৭ হাজার ৯০ জন ও ইবতেদায়ী পরীক্ষার্থী ২ হাজার ৯শ’ ১ জন। হবিগঞ্জ জেলার ১৪২ টি কেন্দ্র থেকে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এদিকে, গত বছরের তুলনায় পরিক্ষার্থী কমেছে ৭ হাজার ৩৫৯ জন। গত বছর পরীক্ষার্থী ছিল ৪৭ হাজার ৩শ’ ৫৩ জন। এর মধ্যে পরিক্ষায় অংশগ্রহণ করে ৪৪ হাজার ৫শ’ জন। আর উত্তীর্ণ হয় ৪২ হাজার ৬শ’ ১৬ জন।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাক বলেন- “গত বছরের চেয়ে প্রায় সাড়ে ৭ হাজার পরিক্ষার্থী কমে গেছে। এর কারণ হলো এনজিও পরিচালিত বিভিন্ন বিদ্যালয় ও আনন্দ স্কুলগুলো বন্ধ হওয়া।”